Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি

অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা

এক নজরে ব্রাহ্মণবাড়িয়া জেলার ২০২৩-২০২৪ অর্থবছর পর্যন্ত অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতার তথ্য নিম্নরুপ:

ক্রম

উপজেলার নাম

মোট উপকারভোগী

প্রাথমিক

মাধ্যমিক

উচ্চ মাধ্যমিক

উচ্চতর

মোট টাকার পরিমাণ

4

6

7

8

সদর

86

53

30

1

2

957000

নবীনগর

55

31

15

6

3

621000

বাঞ্ছারামপুর

37

20

10

5

2

418200

আশুগঞ্জ

51

27

18

2

4

582000

নাসিরনগর

135

101

29

1

4

1495200

সরাইল

146

92

42

10

2

1617600

বিজয়নগর

87

63

20

4

0

954000

আখাউড়া

125

76

43

6

0

1379400

কসবা

200

145

48

5

2

2201400

১০

ইউসিডি

150

94

31

10

15

1716600

জেলার সর্বমোট :

১০৭২

702

286

50

34

11942400


প্রতিবন্ধী ভাতা কার্যক্রম


ভূমিকা: বাংলাদেশের মোট জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ প্রতিবন্ধী। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ বাস্তবায়নের জন্য সমাজসেবা অধিদপ্তর (ডিএসএস) একটি সফটওয়ার প্রতিষ্ঠা করে যার নাম প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ (ডিআইএস)। প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ (ডিআইএস) এর তথ্য অনুযায়ী বর্তমানে প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা  ৩৩২০০১৭  জন। প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রতিবন্ধিতা এবং এর কারণ সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে সমাজে নানা ধরনের ভুল বিশ্বাস ও প্রথা প্রচলিত রয়েছে। সরকার সামগ্রিক উন্নয়ন, অধিকার ও সুরক্ষার মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের মূল স্রোতে যুক্ত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে একটি হল প্রতিবন্ধী ভাতা কর্মসূচি।


পটভূমি: বর্তমান সরকার প্রতিবন্ধীদের সমান অধিকার ও মর্যাদা দিতে বদ্ধপরিকর। বাংলাদেশে 'প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন ২০১৩' প্রণীত হয় ২০১৩ সালে। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন 2013 হল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার এবং সুরক্ষার জন্য একটি অনন্য দলিল। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ  ১৫,১৭,২০ এবং ২৯  প্রতিবন্ধী ব্যক্তিদের অন্যান্য নাগরিকদের সমান সুযোগ ও অধিকার দেওয়া হয়েছে। সংবিধানের 15(ঘ) অনুচ্ছেদ অনুযায়ী সরকার ২০০৫-২০০৬ অর্থবছর থেকে রাষ্ট্রের দায়িত্বের অংশ হিসেবে প্রতিবন্ধী ভাতা কর্মসূচি চালু করেছে। প্রাথমিকভাবে 104166 জন প্রতিবন্ধীকে প্রতি মাসে 200/- টাকা হারে ভাতা দেওয়া হয়।

চলতি ২০২৩-২৪ অর্থবছরে প্রতিবন্ধী সুবিধাভোগীর সংখ্যা ২৩.৬৫  লক্ষ থেকে ২৯.০০ লক্ষ এ উন্নীত হয়েছে। মাসিক ভাতার হার ৮৫০ টাকা। ২০২৩-২৪ অর্থবছরে প্রতিবন্ধী ভাতা কর্মসূচির জন্য মোট বরাদ্দের পরিমাণ ২৯৭৮.৭১ কোটি টাকা। সরকারের সর্বোচ্চ পর্যায়ের নিবিড় তত্ত্বাবধানে এবং সমাজসেবা অধিদফতরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের ফলে প্রতিবন্ধী ভাতা বিতরণ কার্যক্রম প্রায় ১০০% অর্জন করেছে।

প্রতিবন্ধী ভাতা কার্যক্রম অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সর্বমহলে গ্রহণযোগ্য করে তোলার লক্ষ্যে বিদ্যমান বাস্তবায়ন নীতিমালা সংশোধন করে যুগোপযোগীকরণ, উপকারভোগী নির্বাচনে স্থানীয় মাননীয় সংসদ সদস্যসহ অন্যান্য জনপ্রতিনিধিদের সম্পৃক্তকরণ এবং জিটুপি বাস্তবায়নের লক্ষ্যে MIS (Management Information System) নামে ডাটাবেজ প্রণয়ন করা হয়েছে। 2020-2021 অর্থবছর থেকে সকল উপকারভোগীদের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার নগদ ও বিকাশ এবং এজেন্ট ব্যাংকিং-এর মাধ্যমে জিটুপি পদ্ধতিতে (গভর্মেন্ট টু পারসন) ভাতা প্রদান করা হচ্ছে।

বাস্তবায়নকারী দফতর: সমাজসেবা অধিদপ্তর

কার্যক্রম শুরুর বছর: ২০০৫-২০০৬ অর্থবছর

লক্ষ্য ও উদ্দেশ্য:

১. প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি প্রদত্ত সাংবিধানিক ও আইনগত প্রতিশ্রুতি পূরণ;

২. প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থ-সামাজিক উন্নয়ন;

৩. প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনয়ন;

৪. সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণপূর্বক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক বাছাইকৃত প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মাসিক ভাতা প্রদান;

৫. প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়টি জাতীয় কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্তকরণ।

৬. প্রতিবন্ধী ব্যক্তিদের জরিপ করে সুবর্ণ নাগরিক কার্ড প্রদান।


* প্রতিবন্ধী ভাতা কার্যক্রমের প্রযোজ্য আবেদন ফরম : সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইটে (dss.gov.bd) আবেদন ফরম রয়েছে।

* সেবা প্রাপ্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাঃ সংশ্লিষ্ট উপজেলা/শহর সমাজসেবা (ইউসিডি) কর্মকর্তা

 

 

আইন, বিধি বাস্তবায়ন আইন/নীতিমালা/বিধিমালা/নির্দেশিকা/প্রজ্ঞাপণ/পরিপত্র/গুরুত্বপূর্ণ অফিস আদেশ:


১. প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভাতা প্রদান কর্মসূচি বাস্তবায়ন নীতিমালা ২০১৩

২. প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩


প্রসেস ম্যাপ: 2024-02-07-04-22-f1b394e1bae9524fe17aa3fd34c16034.pdf

আইন, বিধি বাস্তবায়ন আইন/নীতিমালা /বিধিমালা /নির্দেশিকা/প্রঞ্জাপণ /পরিপত্র/গুরুত্বপূর্ণ অফিস আদেশ:

১। প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি প্রদান কর্মসূচি বাস্তবায়ন নীতিমালা, ২০১৩ 

২। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩

Disabled Stipend Implementation Manual 2013.pdf